মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বাসের চাপায় গেল প্রাণ

সকালে ঈদের নামাজ পড়ে বন্ধুরা মিলে বেড়াতে বেরিয়েছিল মেহেদী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2023, 02:25 PM
Updated : 22 April 2023, 02:25 PM

ঈদের দিন বেড়াতে বেরিয়ে রাজধানীর হাতিরঝিলে বাসের চাপায় প্রাণ গেছে মটর সাইকেল আরোহী এক স্কুল শিক্ষার্থীর।

নিহত মেহেদী হাসান খিলগাঁও হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল। শনিবার বেলা ১১টায় সে দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই মাসুদ মিয়া জানান, রামপুরা টিভি ভবনের উল্টো দিকে হাতিরঝিলের মুখে এ দুর্ঘটনা ঘটে।

স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, সকালে ঈদের নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে বন্ধুরা মিলে ঘুরতে বের হয়েছিল মেহেদী।

“একটা মোটর সাইকেলে মেহেদী ছাড়াও একজন ছিল। সৈকত-শাওন পরিবহনের একটি বাস তাদের মোটর সাইকেলকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে।"

মাসুদ মিয়া জানান, গুরুতর আহত মেহেদীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসটি যাত্রী নিয়ে গাইবান্ধা যাচ্ছিল। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

রামপুরা ওয়াপদা রোড নতুন রাস্তা এলাকায় সবজী ব্যবসায়ী আবুল কাশেমের বড় ছেলে মেহেদী।