শেভরন বাংলাদেশের অর্থায়নে বৃক্ষরোপণ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
Published : 05 Oct 2023, 09:58 PM
পরিকল্পিত বৃক্ষরোপণে বেসরকারি তিনটি সংস্থার সঙ্গে সমঝোতাচুক্তি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি।
বৃহস্পতিবার গুলশানে ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে লংকাবাংলা, গ্রিন সেভারস ও কমিউনিটি টাউন ফেডারেশনের সঙ্গে এই চুক্তি হয়।
শেভরন বাংলাদেশের অর্থায়নে বৃক্ষরোপণ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাশেম, গ্রিন সেভারসের প্রতিষ্ঠাতা আহসান রনি, লংকাবাংলার গ্রুপ কোম্পানি সেক্রেটারি মোস্তফা কামাল এবং কমিউনিটি টাউন ফেডারেশনের সভাপতি নাসরিন আক্তার চুক্তিতে সই করেন।
এ সময় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, “বিগত দিনে আমরা নিজেদের প্রয়োজনে কেবল বনভূমি ধ্বংসই করেছি। শুধু নিজের লাভের চিন্তা করেছি। কিন্তু একবারও ভাবি নাই পরবর্তী প্রজন্ম কিসের মধ্যে বড় হবে। আজকে তাই সময় এসেছে নতুন করে ভাবার।”
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, অ্যাশট-রকফেলার ফাউন্ডেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন, লংকাবাংলার ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফুল ইসলাম, ইউএনডিপির টাউন ম্যানেজার মারুফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।