সংসদ নির্বাচনের কয়েক মাস আগে ঢাকার এ উপ নির্বাচনে ভোটারের উপস্থিতিই বড় চ্যালেঞ্জ।
Published : 17 Jul 2023, 08:03 AM
জাতীয় নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে ঢাকা-১৭ আসনের নতুন জনপ্রতিনিধি বেছে নিতে উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সোমবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই এ আসনের ১২৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই প্রথম কোনো সংসদীয় আসনে ভোটগ্রহণ হচ্ছে ব্যালট পেপারে। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে ভোটের আগে, ভোরে।
সোয়া তিন লাখ ভোটারের এ আসনে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় নজর রাখবে সিইসি ও নির্বাচন কমিশনাররা।
ক্যান্টনমেন্ট, বনানী, গুলশান এলাকা নিয়ে গঠিত রাজধানীর এই আসনের উপ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী দিলেও বিএনপিসহ অধিকাংশ দলই নেই। ফলে সংসদ নির্বাচনের কয়েক মাস আগে এই ভোট নিয়ে ভোটারদের মধ্যে তেমন সাড়াও চোখে পড়েনি।
ফলে সাম্প্রতিক বিভিন্ন নির্বাচন থেকে এই উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
তবে ইসি সচিব জাহাংগীর আলমের প্রত্যাশা, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে’ একটি সুষ্ঠু নির্বাচন তারা ‘জাতিকে উপহার’ দিতে পারবেন।
সকালে ভোট শুরুর সময় ঢাকা ক্যান্টনমেন্টের শিশুমঙ্গল কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার আছেন কেবল দুজন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আব্দুল মুকীত বলেন, তার কেন্দ্রে চারটি বুথে ২৪০৯ জন পুরুষ ভোটার ভোট দেবেন।
কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মো. মামুন বলেন, “যথেষ্ট সংখ্যক পুলিশ ও আনসার সদস্য রয়েছে। কোনো ধরনের ঝামেলা নেই এখানে।”
চিত্রনায়ক ফারুকের (আকবর খান পাঠান) মৃত্যুতে এই আসনে উপনির্বাচন হচ্ছে। এতে বিজয়ী কয়েক মাসের জন্য সংসদে প্রতিনিধিত্ব করবেন। কেননা তার মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচন হবে।
নির্বাচন কমিশন ভোটগ্রহণের সব প্রস্তুতি গুছিয়ে আনার পর রোববার সন্ধ্যায় সিইসি হাবিবুল আউয়াল বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান।
ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত এই স্কুল ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন’ কেন্দ্র হয়ে যাবে বিকালের পর। এখান থেকেই রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা করবেন।
ভোট তথ্য
ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-১৭ আসন।
এ আসনের ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ১ লাখ ৫৩ হাজার ৫৮০।
১২৪টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ ৬০৫টি।
তিনটি সংস্থার ২১ পর্যবেক্ষক, কয়েকশ’ সাংবাদিক থাকবে।
সাধারণ কেন্দ্রে ১৯ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২১ জন সদস্য থাকছে। তারা দায়িত্ব পালন করবে ভোটের পরদিন পর্যন্ত।
পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ান আনসারের ১৫টি, র্যাবের ৬টি টিম ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকছে।
২৫ জন নির্বাহী ও ৫ জন বিচারিক হাকিম থাকছে থাকছে।
রিটার্নিং কর্মকর্তা রয়েছেন ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।
প্রার্থী
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আটজন।
আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত (নৌকা), জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল) , তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব ) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন (ছড়ি )।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম হিরো আলম (একতারা) এবং মো. তারেকুল ইসলাম ভূঞা (ট্রাক)।
কে কোথায় ভোট দেবেন
নৌকার প্রার্থী আরাফাত সকাল ১০টায় গুলশান-২ এ গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বলে জানান হয়েছে।
জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় শিশুমঙ্গল কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় ভোট দেবেন।
হিরো আলম বগুড়ার ভোটার হওয়ায় এ আসনে ভোট দিতে পারছেন না। তবে সকাল ১০টায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন তিনি।
সাধারণ ছুটি, মোটরসাইকেল মানা
নির্বাচনী এলাকায় সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত গুলশান, বনানী ও ক্যান্টনমেন্টের যেসব এলাকা নির্বাচনী এলাকায় পড়েছে, সেখানে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। এই এলাকায় বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার, ইজিবাইক চলাচলও বন্ধ রাখতে বলেছে ইসি।
নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও কতিপয় জরুরি কাজ, যেমন– অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যান চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
একই দিন আরও ৭৮টি নির্বাচন
সোমবার ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন হতে যাচ্ছে। তার মধ্যে সাধারণ নির্বাচন বা সব পদে নির্বাচন হবে ৩৯টিতে। এর মধ্যে সাতটি পৌরসভায় সাধারণ নির্বাচন হবে। এ সাত পৌরসভায় ভোট গ্রহণ করা হবে ইভিএমে। পৌরসভাগুলো হচ্ছে পিরোজপুরের ভাণ্ডারিয়া, চাঁদপুরের ছেংগারচর, কুমিল্লার দেবীদ্বার, যশোরের বেনাপোল, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট ও সিরাজগঞ্জের তাড়াশ। এছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর, জামালপুরের জামালপুর ও নীলফামারীর ডোমার পৌরসভায় কাউন্সিলর পদে উপনির্বাচন হবে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে রাজশাহীর বাঘা ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।
এছাড়া ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এর মধ্যে ২৯টিতে সাধারণ ও ৩৭টিতে উপনির্বাচন।