পথে পদ্মা সেতুতে এসে কিছু সময়ের জন্য থামে ট্রেনটি।
Published : 10 Feb 2024, 05:00 PM
পরীক্ষামূলক যাত্রায় ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরে ভাঙ্গা গিয়ে আবার ঢাকায় ফিরে এসেছে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ট্রেন।
বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটে ভাঙ্গা থেকে ট্রেনটি ছাড়ে। কমলাপুর স্টেশনে এসে পৌঁছায় বিকাল ৪টায়।
পথে পদ্মা সেতুতে এসে কিছু সময়ের জন্য থামে ট্রেনটি। এ সময় যাত্রী হিসেবে থাকা লোকজন সেতুতে নামেন, তোলেন ছবি।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা ৭ মিনিটে কমলাপুর স্টেশন থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যায় বিশেষ এই ট্রেন। যাত্রী হিসেবে ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সংসদ সদস্য শাজাহান খান, মেহের আফরোজ চুমকি, নিক্সন চৌধুরী, সাগুফতা ইয়াসমিন এমিলি এবং রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তারা।
বেলা ১২টা ১৭ মিনিটে ট্রেনটি ভাঙ্গা জংশনে পৌঁছায়। সেখানে সংবাদ সম্মেলনে কথা বলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, “ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেললাইনের ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রায়াল রান করা হয়েছে। এটা প্রস্তুত হয়েছে, সেটা দেখলাম। আজকে ট্রায়াল রান করে আমরা ঢাকা থেকে ভাঙ্গা এসেছি।
“আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী এই প্রকল্প উদ্বোধন করবেন। আজ আমাদের সাথে যাত্রী হয়ে সাংবাদিকরা এসেছেন। রেলেএর ডিজি, সেনাবাহিনীর সংশ্লিষ্টদের যারা এই প্রকল্পের জন্য নিরলস কাজ করেছেন, সবাইকে ধন্যবাদ।"
পরীক্ষামূলক এই যাত্রাপথে রেল লাইনের দুপাশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দাঁড়িয়ে ছিলেন। তারা কেউ ছবি তোলেন, কেউ হাততালি দিয়ে অভিবাদন জানান যাত্রীদের।
ভাঙ্গায় জড়ো হয়েছিলেন আশপাশের অনেক মানুষ। ট্রেন এসেছে তাই খেতের কাজ ফেলে ছুটি আসেন স্থানীয় কৃষক হায়দার আলী।
তিনি বলেন, “এইটা যে আমাদের জন্য কত খুশির খবর বলে বোঝানো যাবে না। তাই কাজ ফালাইয়া দৌড়াইয়া আসছি ট্রেন দেখতে। "
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)