“বন্ধ রাখার সময়কাল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হল। এই সিদ্ধান্ত ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।”
Published : 31 Dec 2024, 11:31 PM
নতুন বছরের প্রথম দিন থেকে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সময় দুই ঘণ্টা কমিয়েছে সরকার।
সিএনজি স্টেশনগুলো এতদিন পাঁচ ঘণ্টা করে বন্ধ থাকত। বুধবার থেকে সেটি দৈনিক তিন ঘণ্টা করে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা।
মঙ্গলবার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সব সিএনজি স্টেশন প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল দুই ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।
“বন্ধ রাখার সময়কাল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হল। এই সিদ্ধান্ত ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।”
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) কামরুজ্জামান খান বলেন, “এখন পর্যাপ্ত গ্যাস রয়েছে। তাই সিএনজি ফিলিং স্টেশন মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে বন্ধ রাখার ব্যাপ্তি দুই ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।”
আরো পড়ুন:
৭২ ঘণ্টা বন্ধ থাকবে এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের চাপ