“জেলাভিত্তিক এ মহাসমাবেশে আমাদের দাবি দাওয়া জানানো হবে,” বলেন মাশফিক ইসলাম।
Published : 19 Apr 2025, 08:48 PM
ছয় দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘কারিগরি ছাত্র আন্দোলন’ রোববার জেলায় জেলায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে।
শনিবার সন্ধ্যায় কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান কর্মসূচি ঘোষণার কথা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রোববার জেলায় জেলায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। জেলাভিত্তিক এ মহাসমাবেশে আমাদের দাবি দাওয়া জানানো হবে।”
তবে ঢাকায় মহাসমাবেশ কোথায় ও কখন হবে তা এখনও চূড়ান্ত হয়নি তুলে ধরে মাশফিক ইসলাম বলেন, “রাতে সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।”
এর আগে দুপুরে ছয় দফা দাবি আদায় ও কুমিল্লার কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ইনস্টিটিউটের মূল ফটকের নামফলক লাল কাপড়ে ঢেকে দেন। শিক্ষার্থীরা এ কর্মসূচিকে বলছেন, ‘রাইজিং ইন রেড’।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘মামা থেকে মাস্টার, মামা বাড়ির আবদার’, ‘ডুয়েট যদি একটা হয়, ডিপ্লোমারা যাবে কই?’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘কারিগরিতে নন টেক চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে শুক্রবার দুপুরে দাবি আদায়ে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। সে দিন সারাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটের ফটক লাল কাপড়ে ঢেকে দেওয়া ও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল কারিগরি ছাত্র আন্দোলন।
বুধবার সকাল থেকে ছয় দফা দাবিতে ঢাকার তেজগাঁওয়ের সাত রাস্তা, মোহাম্মদপুর ও মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাতে মশাল মিছিল করেন তারা। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীদের প্রতিনিধিরা। বৈঠক থেকে বেরিয়ে তারা বলেন, আলোচনায় তারা ‘সন্তুষ্ট’ নন।
আরও পড়ুন:
পলিটেকনিকের নামফলক ঢাকা হলো লাল কাপড়ে, ছয় দাবিতে মানববন্ধন
বৈঠকে 'সন্তুষ্ট' নন পলিটেকনিক শিক্ষার্থীরা, কঠোর কর্মসূচিতে যাবেন