গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নঁওগার বদলগাছীতে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
Published : 10 Dec 2024, 02:19 PM
অগ্রহায়নের শেষে এসে রাজধানীসহ সারাদেশে শীতের যে অনুভূতি বিরাজ করছে সেটি আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত কয়েকদিন ধরে যে শীত অনুভূত হচ্ছে। সেটা আজকে থেকে আরও বাড়বে। অর্থাৎ তাপমাত্রা আরও কমবে।”
আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও-কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নঁওগার বদলগাছীতে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া দিনাজপুর ও শ্রীমঙ্গলে সর্বনিম্ন ১৩ দশমিক ৫, তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৭ এবং রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এর উপমহাদেশীয় উচ্চ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, “লঘুচাপটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একইরকম অবস্থায় আছে। এবং অবস্থানও পরিবর্তনেরও সম্ভাবনা নেই।“
এই লঘুচাপের কোনো প্রভাব পড়বে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।