“যেটুকু নিয়ম অনুযায়ী করার আমরা অবশ্যই করব,” বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
Published : 30 Oct 2024, 04:28 PM
বিদেশে চিকিৎসার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার চিকিৎসা দলকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেছেন।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় কী উদ্যোগ নিচ্ছে তা বুধবার পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়। একইসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করেন, সাবেক প্রধানমন্ত্রী হিসাবে তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন কি না।
বলেন, “সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যাচ্ছেন বলেইতো তাকে এবং তার টিমকে ভিসার ব্যাপারে সহযোগিতা আমরা করব। এটা আমরা করব।”
উপদেষ্টা বলেন, “ওখানে যাওয়ার পরে আমার তো মনে হয় না ওখানে তার কোনো সমস্যা হওয়ার ব্যাপার আছে। সেখানে তার নিজস্ব সংগঠন আছে, আমাদের মিশন আছে। যেটুকু নিয়ম অনুযায়ী করার আমরা অবশ্যই করব।”
দুর্নীতির মামলায় দণ্ড থেকে মুক্ত হওয়ার আড়াই মাস পর খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বলে মঙ্গলবার জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন।
প্রথমে তিনি লন্ডনে যাবেন ছেলে তারেক রহমানের কাছে। বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে।
পরে লন্ডন থেকে অন্য একটি দেশে নিয়ে তাকে কোনো একটি ‘মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে’ ভর্তি করা হবে বলে অধ্যাপক জাহিদ হোসেন জানান।
খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, “ম্যাডামের শারীরিক সুস্থতার ওপর নির্ভর করে আমরা যাতে অতি দ্রুত উনাকে বিদেশে মাল্টি ডিসিপ্ল্যানারি হাসপাতালে নিয়ে যেতে পারি সেই প্রক্রিয়া শুরু করেছি।
“তার অংশ হিসেবে লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে ভাড়া করার কাজ শুরু করেছি, যোগাযোগ চলছে। প্রথমে ম্যাডামকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেখানে স্টেওভারের পরে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টার যে দেশে আছে, সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা আশা করছি, সব কাজ সম্পন্ন করে অতিদ্রুতই ম্যাডাম বিদেশে যেতে পারবেন।”
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়ে তার কার্যালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। তার সঙ্গে চিকিৎসক, নার্সসহ আত্মীয়-স্বজন কারা যাবেন, চিঠিতে তা জানানো হয়েছে।
তবে কবে নাগাদ বিএনপি চেয়ারপারসন বিদেশ যাবেন এবং কোন দেশে তার চিকিৎসা চলবে তা জানাননি জাহিদ হোসেন।