ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
Published : 14 Jan 2025, 09:38 PM
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের আস্থাভাজন হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মনদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ১৯২টি স্থাবর সম্পত্তি ক্রোক ও ১৮টি ব্যাংক অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্রাহ্মনদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. লাক মিয়ার সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন দুদকের উপপরিচালক সোহানুর রহমান।
মাহমুদ হোসেন বলেন, আদালতে শুনানি করেন তিনি। পরে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
তিনি বলেন, লাক মিয়ার ৬ হাজার ৪০৭ দশমিক ৬৫ শতাংশ জমি ক্রোকের আদেশ দিয়েছে আদালত। এসব সম্পত্তির দলিল মূল্য ৩৯ কোটি ৭১ লাখ ৩৭ হাজার টাকা।
এছাড়াও অস্থাবর সম্পত্তি হিসেবে লাক মিয়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নাম জনতা, ইউসিবি, ইসলামী, প্রিমিয়ার, ঢাকা, এবি, পূবালী ও আইএফআইসি ব্যাংকে থাকা ১৮ হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। এসব ব্যাংক হিসাবে ১০ লাখ ৪০ হাজার ৭২৬ টাকা রয়েছে।
ব্যাংক হিসাবগুলো রয়েছে তার ভাই ভাই স্পিনিং মিলস, এম এস সালমা ট্রেডার্স, লতিফা ইন্ডাস্ট্রিজ, এনআরবি টেক্সটাইল মিলস এর নামে।
দুদকের আবেদনে বলা হয়েছে, চেয়ারম্যান লাক মিয়ার বিরুদ্ধে ভিজিডি, ভিজিএফ, এলজিএসপির বরাদ্দ আত্মসাৎ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জোর করে জমি দখল ও মাদক কারবারের মাধ্যমে কোটি কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগ অনুসন্ধান করছে সংস্থার দুই সদস্যের একটি দল।
দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০২৪ সালের ২৩ অক্টোবর লাক মিয়ার কিছু সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
তার আগে ১৪ অক্টোবর এই ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী মাহমুদা বেগম, সন্তান মিনজু আক্তার ও হাফসা আক্তারের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।
লাক মিয়া দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সে এলাকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য-এমপি নজরুল ইসলাম বাবুর আস্থাভাজন হিসেবে পরিচিত তিনি।