আগের সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা ৪ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল।
Published : 21 Oct 2023, 06:46 PM
চলতি বছরের এইচএসসি ব্যবহারিক পরীক্ষার সময় ৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার এক বিজ্ঞপ্তিতে ব্যবহারিক পরীক্ষার নতুন সূচির তথ্য জানিয়েছেন।
আগের সূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর শুরু হওয়া ব্যবহারিক পরীক্ষা ৪ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। নতুন সূচিতে ব্যবহারিক পরীক্ষা নেয়ার জন্য প্রতিষ্ঠানগুলো আরও চারদিন সময় পেয়েছে।
গত ১৭ অগাস্ট চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে ২৭ অগাস্ট শুরু হয়।
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)