এখন ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালালে মামলা করবে পুলিশ।
Published : 01 Mar 2025, 05:35 PM
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হয়েছে।
সেতু বিভাগের অনুমোদনের পর বৃহস্পতিবার রাত থেকে এই গতিসীমা কার্যকর হয়েছে বলে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেন্যান্স) কোম্পানি লিমিটেডের যান চলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক হাসিব হাসান খান।
শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত দেড় বছর এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনা করার পর আমরা দেখলাম নির্ধারিত গতি ৬০ কিলোমিটার কম। এক্সপ্রেসওয়ের ডিজাইন সুন্দর, ওয়াইড। স্মুথ এই এক্সপ্রেসওয়েতে গাড়ির জানালার কাচ বন্ধ করে গাড়ি চালালে স্বয়ংক্রিয়ভাবে গড়ি বেড়ে যায়। এ কারণে আমরা বলেছি সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার হওয়া উচিত।
“আমরা বিষয়টি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তারা অনুমোদন দেওয়ার পর আমরা গতিসীমা ৮০ কিলোমিটার করে দিয়েছি। এখন ঘণ্টায় ৮০ কিলোমিটারের অতিরিক্ত গতিতে গাড়ি চালালে ট্রাফিক পুলিশ মামলা করবে।”
২০২৩ সালের ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশে যান চলাচল উদ্বোধন করেন। এতে যান চলাচল শুরু হয় পরদিন ৩ সেপ্টেম্বর।
এরপর ২০২৪ সালের ২০ মার্চ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার র্যাম্প খুলে দেওয়া হয়। এ এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন ৫০ হাজারের বেশি যানবাহন চলাচল করে।