তিন দিনের ডিসি সম্মেলন শুরু হয়েছে রোববার।
Published : 17 Feb 2025, 11:50 AM
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা সৌজন্য সাক্ষাৎ করবেন সোমবার।
বিকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হবে বলে আপিল বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রধান বিচারপতির সঙ্গে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান বিকাল পৌনে ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি প্রশাসনের এই কর্মকর্তাদের উদ্দেশে দিক নির্দেশনা প্রদান করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের তিন দিনের ডিসি সম্মেলন উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এবারের সম্মেলনে ৩০টি ‘সাধারণ’ অধিবেশন এবং চারটি ‘বিশেষ’ অধিবেশন’ থাকছে।
এর আগে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “চারটি ‘বিশেষ’ অধিবেশনের মধ্যে রয়েছে উদ্বোধন অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা।”
“মূল অনুষ্ঠান হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সুপ্রিম কোর্টে হবে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ।”