“চাকরি স্থায়ীকরণের এক দফা দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করব,” বলেন আন্দোলনকারীদের একজন।
Published : 22 Feb 2025, 05:58 PM
চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা।
শনিবার বিকাল ৩টা থেকে তাদের অবরোধের কারণে পল্টন মোড় থেকে প্রেস ক্লাব হয়ে কদম ফোয়ারা এলাকায় যানবাহন চলাচল থেমে গেছে; যানজট ছড়িয়েছে আশপাশের রাস্তাগুলোতেও।
অনেক দিন ধরে আউটসোর্সিং নীতিমালা বাতিল এবং আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের বহাল রেখে বয়স শিথিল করে চাকরি স্থায়ী করার দাবি জানিয়ে আসছেন অবরোধকারীরা। তারা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার দাবি জানাচ্ছেন।
আন্দোলনকারীদের একজন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী প্রোগ্রামার মো. শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিকাল ৩টা থেকে প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছি। চাকরি স্থায়ীকরণের এক দফা দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করব।”
শাহাবুদ্দিন বলেন, “কয়েকজন ছাত্র সমন্বয়ক এসে আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা আর আশ্বাস নয়, দাবি না মানা পর্যন্ত রাস্তায় থাকব।”
গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে আসছেন আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। এর আগে প্রেস ক্লাব, শাহবাগসহ বিভিন্ন জায়গায় তারা অবরোধ করে দাবিদাওয়া তুলে ধরেন।