কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ নিজেই এক ফেইসবুক পোস্টে এ খবর জানান।
Published : 12 Dec 2024, 12:17 AM
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা।
বুধবার বিকালে সুপ্রিম কোর্টে তারা মতবিনিময় করেন বলে সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ এক ফেইসবুক পোস্টে জানিয়েছেন।
আলী রীয়াজ ছাড়াও কমিশনের সদস্য ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো. মুসতাইন বিল্লাহ বৈঠকে উপস্থিত ছিলেন।