আবদুল মালেক বায়তুল মোকাররম মসজিদের বর্তমান খতিব ওয়ালিউর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন।
Published : 18 Oct 2024, 12:42 PM
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ মুফতি আবদুল মালেক।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
আবদুল মালেক বায়তুল মোকাররম মসজিদের বর্তমান খতিব ওয়ালিউর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন।
মুফতি আবদুল মালেক কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরগঞ্জে জন্মগ্রহণ করেন।
তিনি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুফতি আবদুল মালেক দেশ-বিদেশের প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামিক স্টাডিজ, হাদিস ও ফিকহের ওপর উচ্চতর ডিগ্রি অর্জনকারী একজন ‘পণ্ডিত’ ব্যক্তি।
বিশ্বখ্যাত মুফতি বিচারপতি ত্বাকী ওসমানী তার ওস্তাদ। আরব বিশ্বের অন্যতম ‘শ্রেষ্ঠ ইসলামি পণ্ডিত’ ও সৌদি আরবের রিয়াদে অবস্থিত ইমাম মোহাম্মদ ইবনে সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদের অধ্যাপক শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহর অধীনে তিনি দুই বছর হাদিস ও ইসলামি আইন বিষয়ে উচ্চতর গবেষণা পরিচালনা করেন।
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকের মতো খতিব রুহুল আমিনও ‘আত্মগোপনে’ চলে যাওয়ার পর থেকে খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন ওয়ালিউর রহমান খান।
গত ২০ সেপ্টেম্বর শুক্রবার রুহুল আমিন বায়তুল মোকাররমে ফিরলে জুমার নামাজ পড়তে আসা লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
সে সময় দুই খতিবের অনুসারীদের মধ্যে ‘হাতাহাতি ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়’। দুই পক্ষের মধ্যে জুতা ছোড়াছুড়িও হয়। ভাঙচুর করা হয় জাতীয় মসজিদের দরজা-জানালা।
ওই ঘটনার দুই দিন পর খতিব রুহুল আমিনকে অপসারণ করে ধর্ম মন্ত্রণালয়।
বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ
বায়তুল মোকাররমে সংঘাত: 'বিচারে বদ্ধপরিকর ধর্ম মন্ত্রণালয়'
নতুন-পুরনো খতিবের 'দ্বন্দ্বে' বায়তুল মোকাররমে তুলকালাম, হাতাহাতি