সামাজিক যোগাযোগ মাধ্যমটি জলবায়ু সহনশীল ব্যবসার উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের জন্য আরও ৫ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
Published : 13 Sep 2024, 08:45 PM
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনে ব্র্যাককে ১ লাখ ডলার দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক।
এ অর্থ দিয়ে বন্যার্তদের নগদ সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ল্যাট্রিন, নিরাপদ পানির উৎস এবং প্রয়োজনীয় অবকাঠামো মেরামতে সহায়তা করার কথা শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে ব্র্যাক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি স্বাস্থ্যসেবা ও পুষ্টি, জীবিকা পুনরুদ্ধার, বাড়িঘর মেরামত, কৃষি উপকরণ এবং পশুখাদ্যসহ কৃষি উপকরণ কেনায় সহায়তা করা হবে। বাংলাদেশে বন্যায় এ পর্যন্ত প্রায় ৫৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে বলা হয়েছে, টিকটক জলবায়ু সহনশীল ব্যবসার উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের জন্য আরও ৫ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। যেখানে নারী এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা বিশেষ অগ্রাধিকার পাবেন। এ সহায়তার আওতায় প্রশিক্ষণের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের পরিবেশগতভাবে টেকসই ব্যবসা পরিচালনা এবং পরিবেশবান্ধব সুযোগগুলো কাজে লাগাতে প্রশিক্ষিত করা হবে।
এ ছাড়া তরুণদের জলবায়ু সহনশীল ব্যবসা পরিচালনার বিষয়ে সচেতন করে তুলতে টিকটক প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্ট তৈরি করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
দক্ষিণ এশিয়ায় টিকটকের পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন্সের প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, “আমরা সংকটকালে এবং অন্যান্য ক্ষেত্রেও বাংলাদেশের মানুষকে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ। ব্র্যাকের সঙ্গে এই যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে বন্যার্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে পারছি। পাশাপাশি জলবায়ু-সহনশীল তরুণ উদ্যোক্তাদের ক্ষমতায়নের মাধ্যমে ভবিষ্যতের জন্য বিনিয়োগের সুযোগ পেয়েছি। এই চ্যালেঞ্জগুলোতে যারা সবচেয়ে বেশি ক্ষতির শিকার তাদের জন্য টেকসই, সুন্দর ভবিষ্যৎ গড়তে আমরা একসাথে কাজ করছি।”
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যায় আক্রান্ত মানুষের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনসহ জরুরি সহায়তায় ব্র্যাক ইতোমধ্যে নিজস্ব তহবিল থেকে অর্থ বরাদ্দ করেছে এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণসহ প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। মারাত্মক ক্ষতিগ্রস্ত এবং দুর্গম এলাকাগুলোতে ব্র্যাককর্মীরা মানুষের কাছে সহায়তা পৌঁছে দিচ্ছেন।