ব্যাডমিন্টন খেলার সময় মাথায় হেলমেট পরা এক লোক এসে মকবুলকে ডেকে নিয়ে ছুরি মারেন।
Published : 08 Jan 2025, 01:25 AM
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে গুলশানে ছুরিকাঘাত করেছে হেলমেট পরে আসা এক ব্যক্তি।
আহত অবস্থায় মঙ্গলবার রাতে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন।
যোগাযোগ করা হলে ইউনাইটেড হাসপাতালের ডিউটি ম্যানেজার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৯টার দিকে মকবুল হোসেনকে হাসপাতালে আনা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের ৯০ নম্বর সড়কে ডিএনসিসির রাজস্ব বিভাগের পুরোনো কার্যালয়ে মকবুলকে ছুরিকাঘাত করা হয়।
রাজস্ব ভবনের পুরোনো কার্যালয় ভেঙে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করছে ডিএনসিসি। খালি ওই প্লটে দুটি কোর্ট বানিয়ে সেখানে ব্যাডমিন্টন খেলেন ডিএনসিসির কর্মকর্তারা।
মঙ্গলবার অফিস শেষ করে মকবুলও সেখানে ব্যাডমিন্টন খেলছিলেন বলে জানিয়েছেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ব্যাডমিন্টন খেলা চলার সময় মাথায় হেলমেট পরা এক লোক কোর্টে এসে মকবুল হোসাইনকে ডেকে পাশে নিয়ে যান। সড়কের পাশে নিয়ে মকবুলের বুকে এবং হাতে ছুরি মারেন।
“লোকটিকে আমরা চিনতে পারিনি। মকবুলও চিনতে পারেননি, ডাক দেওয়ার পর কাছে গিয়েছিলেন। ঘটনার পর একটি মোটরসাইকেলে করে ওই লোক পালিয়ে যায়। তার সঙ্গে আরও দুজন ছিল।”
শহীদুল ইসলাম বলেন, ঘটনার পর আহত অবস্থায় মকবুলকে তারা ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে ক্ষতস্থানগুলো সেলাই করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।