প্রধানমন্ত্রী উদ্বোধনের পর টোল দিয়ে এক্সপ্রেসওয়েতে গাড়ি নিয়ে রওনা হন। সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা।
Published : 06 Oct 2023, 03:40 AM
রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে উদ্বোধন হল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকালে ঢাকার প্রথম এই উড়াল সড়ক উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী উদ্বোধনের পর টোল দিয়ে এক্সপ্রেসওয়েতে গাড়ি নিয়ে রওনা হন। তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। আপাতত এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেইট পর্যন্ত অংশ উদ্বোধন হল। এটি রোববার খুলে দেওয়া হবে।
টোল দিয়ে এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে হবে। এতে থ্রি হুইলার, বাইসাইকেল, মোটরসাইকেল ও পথচারীরা উঠতে পারবে না।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0x9ZNmPxTrHqUZtuKGdGkWuF8F9VY8V6pFKo6St9pX4zyWYAvoSmVFWiSvd3J8P8tl ]