“তিন দিন অন্তর অন্তর বাসাবাড়ি পরিষ্কার করে জমে থাকা পানি ফেলে দিলে কোনোভাবেই ডেঙ্গুর প্রকোপ ঘটবে না,” বলেন তিনি।
Published : 24 Jun 2024, 11:40 PM
এখন ডেঙ্গুর মৌসুম, জমে থাকে পানি বংশ বিস্তার করবে এইডিস মশা; ফলে বাসাবাড়ির কোনো পাত্রে পানি জমে থাকলে তা সঙ্গে সঙ্গে ভেঙে ফেলার পরামর্শ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, বর্ষার মৌসুম শুরু হয়েছে। কখনও বৃষ্টি আবার কখনও রোদ। এটি এইডিস মশার বংশ বিস্তারের উপযুক্ত সময় ও পরিবেশ। এ মৌসুমে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাই।
সোমবার ঢাকার ভাষানটেকে দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে শিক্ষাসামগ্রী বিতরণের এক অনুষ্ঠানের বক্তৃতা করছিলেন মেয়র আতিক।
চীনের সহায়তায় এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক মন্ত্রী লিউ জিয়ানচাও, সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিসহ অনেকে উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, “আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে আমাদের বাসা-বাড়িসহ আঙ্গিনার কোথাও পানি জমে থাকছে কিনা। যদি পানি জমে থাকে পাত্রটি উল্টে দিন। পরিত্যক্ত পাত্র কাজে না লাগলে ধ্বংস করে ফেলুন। কারণ এসব পাত্রেই এইডিস মশা বংশ বিস্তার করে।
“তিন দিন অন্তর বাসা-বাড়ি পরিষ্কার করে জমে থাকা পানি ফেলে দিলে কোনোভাবেই ডেঙ্গুর প্রকোপ ঘটবে না।”
এবার ডেঙ্গু মৌসুম শুরুর আগেই সচেতনতা প্রচার চালানো হচ্ছে দাবি করে মেয়র আতিক বলেন, “বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার চালিয়েছি। সিটি করপোরেশনের মশক নিধন কর্মীরা নিয়মিত ওষুধ ছিটাচ্ছেন। এত কিছুর পরও যদি কারও ব্যক্তিগত আঙিনায় মশার লার্ভা পাওয়া যায়, আমরা মামলা ও জরিমানা করছি। কারণ সবার আগে মানুষের জীবন।”
এ সময় চীন সরকারের সহায়তায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতার বিষয়টি তুলে ধরেন মেয়র আতিক।
বাস-বাড়িতে এইডিস লার্ভা, জরিমানা ৭০ হাজার
ডেঙ্গু রোগের জীবাণুবাহী এইডিস মশার লার্ভা পাওয়ায় ১০টি বাসাবাড়ি মালিক ও স্থাপনার কর্তৃপক্ষকে জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি) করপোরেশন।
ডেঙ্গু প্রতিরোধ ও এইডিস মশার প্রজননস্থল ধংসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ডিএসসিসি।
সোমবার ডিএসসিসির ছয়টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করার তথ্য দিয়ে এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, ঢাকার কাঁঠালবাগান, জিগাতলা, দক্ষিণ বনশ্রী, মুরাদপুর মাদ্রাসা রোড় ও রজব আলী সরদার রোড়, মধ্যপাড়া, হিন্দুপাড়া, বড় পাড়া, উত্তর মান্ডা ট্রাকস্ট্যান্ড, ডগাইর পূর্বপাড়া ও বামূইল এলাকায় অভিযান চালানো হয়েছে।
এ সময় ২৯৯টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে গিয়ে ১০টিতে এইডিস মশার লার্ভা পাওয়া যায়। এতে ১০টি মামলা করা হয়, জরিমানা করা হয় ৭০ হাজার ১০০ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে আরও ৯টি স্থাপনায় সামান্য পরিমাণে এইডিস মশার লার্ভা পাওয়ায় সেসব স্থাপনার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
চলতি বছর সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ হাজার ৪১৯ রোগী ভর্তি হয়েছেন। সোমবার হাসপাতালে ভর্তি ছিলেন ১৫২ রোগী। রোগটিতে চলতি বছরের এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।