কমিশন তাদের নেওয়ার পদক্ষেপগুলো চলতি মেয়াদেই বাস্তবায়নের চেষ্টা করবে, বলেন তিনি।
Published : 24 Apr 2025, 08:43 PM
বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে অর্ধেক করার পর তা আরও কমানোর পরিকল্পনার কথা বলেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।
বৃহস্পতিবার বিকালে কমিশনের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এমন পরিকল্পনার কথা বলেন তিনি।
আগামী ৪৭তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষার নম্বর (ভাইভা) ২০০ থেকে কমিয়ে ১০০ করেছে অন্তর্বর্তী সরকার। ডিসেম্বরে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ সংশোধন করে বিসিএস পরীক্ষার মোট নম্বর ১১০০ থেকে কমিয়ে ১০০০ করা হয়। এক্ষেত্রে ভাইভার নম্বর ১০০ কমানো হয়।
এখন তা আরও কমানোর ইঙ্গিত দিয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, “ভাইভাতে আমরা ১০০ মার্কসের কথা বলছি, এখন ৪৭তম থেকে ১০০ মার্কস। আমরা আরও ভাবছি, ভাইভাতে ১০০ কেন প্রয়োজনে আমরা ৫০-ও করে ফেলতে পারব।”
ভাইভার নম্বর কমানোর পরিকল্পনার ব্যাখ্যায় তিনি বলেন, “আমরা বলছি যে, একটা বিষয় আছে যেটাকে বলে অ্যাসেসমেন্ট সেন্টার, যেখানে সাইকোমেট্রিক অ্যানালাইসিস করা হয়। এখনকার যে বাংলাদেশ সিভিল সার্ভিস, এ সিভিল সার্ভিসের জন্য মূলত কী ধরনের যোগ্যতা দরকার হয় তা ইতিমধ্যে আমরা জানি। কিন্তু আমরা একটা গবেষণা করছি এটা নিয়ে, যে প্রধান যোগ্যতা কী হবে সেটার ওপর ভিত্তি করে অ্যাসেসমেন্ট সেন্টারের প্যারামিটারগুলোতে হয়ত রাখা হবে। সেই যোগ্যতাগুলো ধরে একটা অ্যাসেসমেন্ট হবে, যেটা হবে ডিজিটাল অ্যাসেসমেন্ট যেখানে হিউম্যান বিংয়ের কিছু থাকবে না।”
“এরপরের ৫০ মার্কস হয়ত আমার ইউজুয়াল যে ভাইভা সেরকমভাবে হবে। এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ,” যোগ করেন তিনি।
কমিশন তাদের নেওয়ার পদক্ষেপগুলো চলতি মেয়াদেই বাস্তবায়নের চেষ্টা করবে বলে তুলে ধরেন তিনি।