বাংলাদেশে সহিংসতা নিয়ে কিছুটা উদ্বিগ্ন অস্ট্রেলিয়া: হাই কমিশনার

গঠনমূলক আলোচনার মাধ্যমে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে তার দেশ উৎসাহ দিচ্ছে বলে জানান তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2023, 01:32 PM
Updated : 20 Nov 2023, 01:32 PM

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশা প্রকাশ করে ঢাকায় দেশটির হাই কমিশনার জেরেমি ব্রুর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিরোধীদের আন্দোলনের সময় সহিংসতা নিয়ে তার দেশ কিছুটা ‘উদ্বিগ্নও’।

সোমবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেনর। ঢাকায় শেরে বাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর হাই কমিশনারের কাছে একজন সাংবাদিক জানতে চান সরকার আগামী ৭ জানুয়ারি নির্বাচনের দিন রেখে তফসিল ঘোষণা করেছে। এ নির্বাচন সম্পর্কে অস্ট্রেলিয়া কী মনে করে?

জবাবে জেরেমি বলেন, “আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে সরকারের পক্ষ থেকে বার বার জনগণকে জানানো হচ্ছে। অস্ট্রেলিয়া বাংলাদেশ সরকারের এ ঘোষণাকে স্বাগত জানায়। আমরাও বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই।

“কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের সড়কে যে সহিংসতা চলছে সেটা নিয়ে অস্ট্রেলিয়া কিছুটা উদ্বিগ্ন।”

গঠনমূলক আলোচনার মাধ্যমে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে তার দেশ উৎসাহ দিচ্ছে বলেও জানান তিনি।

আরেক প্রশ্নের জবাবে হাই কমিশনার বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ক্রমেই অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। এ দেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা বিনিয়োগ বাড়াতে আগ্রহী। তবে সহজেই বিনিয়োগ এবং সহজে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি প্রয়োজন বলে তিনি মনে করেন।