নিরাপদ সড়কের দাবিতে ফের রাস্তায় শিক্ষার্থীরা

বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের এই বিক্ষোভের কারণে ফার্মগেইট ও বিজয় সরণি হয়ে দেড় ঘণ্টা যানবাহন চলাচল বিঘ্নিত হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2022, 07:07 AM
Updated : 12 Sept 2022, 07:07 AM

গাড়িচাপায় রাজধানীর সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় ফের নিরাপদ সড়কের দাবি নিয়ে রাস্তায় নেমে দেড় ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা।

বৃষ্টির মধ্যে তাদের এই বিক্ষোভের কারণে সোমবার বেলা পৌনে ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত ঢাকার গুরুত্বপূর্ণ মোড় ফার্মগেইট ও বিজয় সরণি হয়ে যানবাহন চলাচল বিঘ্নিত হয়।

বিজ্ঞান স্কুলের দশম শ্রেণির ছাত্র আলী হোসেনের মৃত্যুর প্রতিবাদে তার সহপাঠীরা প্রথমে ফার্মগেইট এলাকার সড়ক অবরোধ করে। ফলে গুরুত্বপূর্ণ ওই মোড়ের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় তাদের হাতে ‘জাস্টিস ফর অল’, ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তারা স্লোগান তোলে- ‘সড়ক সড়ক সড়ক চাই, নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?”

প্রায় ৪০ মিনিট পর শিক্ষার্থীরা ফার্মগেইট থেকে মিছিল নিয়ে বিজয় সরণি মোড়ে গিয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ দেখাতে থাকে।

ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার সাহেদ আল মাসুদ সে সময় বলেন, “শিক্ষার্থীরা তাদের সহপাঠীর মৃত্যুর প্রতিবাদ করছে। ফলে বিজয় সরণি মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাদের বেঝানো হচ্ছে, তারা যেন রাস্তা ছেড়ে চলে যায়।”

শিক্ষার্থীরা মিনিট বিশেক বিজয় সরণি মোড়ে বিক্ষোভ দেখিয়ে আবারও মিছিল নিয়ে ফার্মগেইটে যায় এবং সেখানে অবস্থান নেয়।

পরে বেলা সোয়া ১টার দিকে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

রোববার তেজগাঁও বিজি প্রেসের কাছে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মারা যায় বিজ্ঞান স্কুলের ছাত্র আলী হোসেন। বাসা থেকে কোচিংয়ে যাওয়ার পথে সে দুর্ঘটনায় পড়ে।

তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চলের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজ আল ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া মাইক্রোবাসটি সোমবার সকালে আটক করা হয়। ওই মাইক্রোবাসের চালক জিয়াউল হককেও আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Also Read: নিরাপদ সড়কটা কতদূর?

Also Read: সড়ক কি নিরাপদ হয়েছে?

এর আগে ২০১৮ সালের ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতার মধ্যে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হলে সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ে।

নিরাপদ সড়কের দাবিতে সেই আন্দোলন দেখিয়ে দেয়, আইনের রক্ষক যে পুলিশ, তাদের চালকও লাইসেন্স ছাড়া, চলার অনুপযোগী গাড়ি নিয়ে রাস্তায় নামছে।