শেষে পরিবেশিত হয় চা ও কফি।
Published : 08 Feb 2024, 04:31 PM
কাচ্চি বিরিয়ানি আর ইলিশ মাছে আপ্যায়িত করা হল সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে।
রোববার রাতে তার সম্মানে ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই নৈশভোজ আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জি২০ সম্মেলনে অংশ নিয়ে রোববার রাতেই নয়া দিল্লি থেকে দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি থাকছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে।
সেখানে নৈশভোজে খাবারের মূল খাবারের তালিকায় বিরিয়ানি ও ইলিশ মাছের পাশাপাশি ছিল গরুর মাংসের শিক কাবাব, মুরগির মাংসের কোরমা, চিংড়ি, বেগুন ভর্তা, লুচি, পেঁয়াজু, সমুচা।
মূল খাবারের শেষে ডেজার্ট হিসেবে ছিল পাটিসাপটা পিঠা, মিষ্টি দই, রসগোল্লা এবং বিভিন্ন ধরনের ফল। নানা রকম ফলের শরবতও ছিল খাবারের তালিকায়। শেষে পরিবেশিত হয় চা ও কফি।
হোটেলের ব্যাংকুয়েট হলে ম্যাক্রোঁকে স্বাগত জানাতে প্রধানমন্ত্রী শে হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানাও ছিলেন। সংবাদ সূত্র: বাসস
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)