ডিএসসিসির প্রকৌশলীর স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ভুয়া অনুমতিপত্র তৈরি করে রাস্তা খুঁড়ছিল ঢাকা ওয়াসর ঠিকাদার কোম্পানি।
Published : 14 Jul 2024, 08:32 PM
অনুমতি না নিয়ে ভুয়া নথিপত্র তৈরি করে লালবাগের শহীদ আবদুল আলীম খেলার মাঠ সংলগ্ন সড়ক খননের দায়ে জরিমানার ১৩ লাখ ৭১ হাজার ৩৯২ টাকা পরিশোধ করেছে ঢাকা ওয়াসা।
ঠিকাদারি কোম্পানির কাছ থেকে জরিমানার অর্থ সংগ্রহ করে দুটি চেকের মাধ্যমে ওয়াসা কর্তৃপক্ষ রোববার তা পরিশোধ করেছে বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান।
তিনি বলেন, বিকালে ডিএসসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশল বিভাগের দপ্তরে অর্থ পরিশোধ সংক্রান্ত পত্র ও দুটি চেক আসে। সহকারী প্রকৌশলী মো. আহসান হাবিব সেগুলো গ্রহণ করেন।
ঢাকা দক্ষিণ সিটির অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীলের স্বাক্ষর জাল করে গত ৮ জুলাই ওই সড়ক খনন করে ওয়াসা নিয়োজিত ঠিকাদারি কোম্পানি ‘সিস্টেম ইঞ্জিনিয়ারিং’। খবর পেয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।
পরে সড়ক খননের অনুমতিপত্র যাচাইবাছাইয়ে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি ধরা পড়লে সেদিন রাতেই লালবাগ থানায় সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের প্রকৌশলী সৈয়দ আবু জাফরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
নাছের জানান, বিনা অনুমতিতে সড়ক খনন করায় জরিমানার পর ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাকে পত্র দেন প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল। ৯ জুলাই ঢাকা ওয়াসা সেটি গ্রহণ করে।
ওই পত্রে তিন কার্যদিবসের মধ্যে চালান পে-অর্ডারের মাধ্যমে টাকা জমা দেওয়ার কথা বলা হয়। না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
জানতে চাইলে ঢাকা ওয়াসার উপ জনতথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জরিমানার অর্থ পরিশোধের বিষয়ে তিনি ‘কিছু জানেন না’।
আরও পড়ুন-