এ ধরনের হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আসক।
Published : 30 Jan 2025, 09:59 PM
জয়পুরহাট ও দিনাজপুরে নারীদের ফুটবল ম্যাচ আয়োজন ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি, হামলা এবং ম্যাচ বন্ধে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
বৃহস্পতিবার আসকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার নারীদের একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এটি বন্ধে মঙ্গলবার দুপুরের পরে আশপাশের মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কিছু লোক ‘বিক্ষুব্ধ মুসল্লী’ পরিচয়ে খেলার মাঠে জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে ও হামলা করে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করে।
“এছাড়া গত মঙ্গলবার দিনাজপুর জেলার হাকিমপুরে নারীদের ফুটবল আয়োজনকে কেন্দ্র করে একই কায়দায় হামলার ঘটনা ঘটেছে। হাকিমপুরে নারী ফুটবল ম্যাচ বন্ধে ‘তৌহিদী জনতা’র নামে মাইকিংও করা হয়।”
‘তৌহিদি জনতা’র নামে একটি গোষ্ঠী দেশের নানা জায়গায় মাজারে সংঘবদ্ধ হামলা, ওরস আয়োজনে বাধা প্রদান, বাউল গান ও কনসার্ট আয়োজনে বাধা সৃষ্টি করা এমনকি কোথাও কোথাও ভাঙচুরের ঘটনা ঘটছে বলে উদ্বেগ প্রকাশ করা হয় গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে।
এসব ঘটনায় নিন্দা জানিয়ে আসক বলছে, “নারী ফুটবল ম্যাচ বন্ধসহ মাজারে হামলা ও বাউল শিল্পীদের গানের আসর বন্ধ করে দেওয়ার ঘটনা গুলো দেশের প্রচলিত আইনে ফৌজদারি অপরাধ।
“মেয়েদের খেলাধুলার বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য অত্যন্ত অমর্যাদাকর এবং এটি নাগরিকের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ন করছে।”
একই সঙ্গে এ ধরনের হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে আসক।
আরও পড়ুন
জয়পুরহাটে নারী ফুটবল খেলা বন্ধ করতে মাঠের বেড়া ভাঙচুর
নারীদের ফুটবল ব্যাহত হোক সরকার চায় না: উপ প্রেস সচিব
জয়পুরহাট ও দিনাজপুরে নারীদের ফুটবল ম্যাচ ফের আয়োজনের নির্দেশ