তাদের পাসপোর্ট আদালতে জমা দিতে হবে এবং বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে।
Published : 09 May 2024, 02:33 PM
অর্থ পাচারের মামলায় পিকে হালদারের দুই সহযোগী বাসুদেব ব্যানার্জী ও তার স্ত্রী পাপিয়া ব্যানার্জীকে ১৫ মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।
তবে বিদেশে যেতে অনুমতি নিতে হবে ইন্টারন্যাশাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের এ দুই পরিচালককে। তাদের পাসপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
জামিন আবেদন শুনানি করেন আইনজীবী নুরুল ইসলাম সুজন ও জুলহাস উদ্দিন আহমেদ।
দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও আসিফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৫টি মামলার জন্য পৃথক পৃথক আবেদন করেছেন আসামিরা। শুনানি শেষে তাদের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুন করেছেন আদালত।
“তবে বিদেশ যেতে হলে তাদের আদালতের অনুমতি নিতে হবে। তাদের পাসপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।“
৭৫০ কোটি টাকা পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন-দুদক তাদের বিরুদ্ধে ১৫টি মামলা করেছেন বলে জানান এ আইনজীবী।