দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও আনসারের পর্যাপ্ত সদস্যদের পাশাপাশি সীমান্তে বিজিবি মোতায়েন করা হয়েছে, বলেন তিনি।
Published : 09 Oct 2024, 11:26 PM
দেশের সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান রেখে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সব ধরনের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
বুধবার রাতে ঢাকার বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে আয়োজিত পূজায় ‘মহাষষ্ঠীর সায়ংকালে দুর্গাদেবীর বোধন ও অধিবাস’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আট দফা নির্দেশনা মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠানো হয়েছে।
দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও আনসারের পর্যাপ্ত সদস্যদের পাশাপাশি সীমান্তে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে বক্তব্যে বলেন জাহাঙ্গীর আলম ।
“সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করা হয়েছে।”
বাংলাদেশিরা শান্তিপ্রিয় জাতি মন্তব্য করে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, বিশ্বে যুদ্ধ, সংঘাত বন্ধ করে বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে কাজ করে আসছে।
“পৃথিবীর সকল ধর্মের মূল বাণী শান্তি। শোষণমুক্ত, বৈষম্যহীন আর কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে পূজায় প্রার্থনা করতে হবে।”
বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অন্তবর্তী সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ বলে বর্ণনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সরকারের নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে অন্যতম চ্যালেঞ্জ হল আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতিকরণসহ সমাজে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখা। সে লক্ষ্যে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে।”
তিনি সফলভাবে পূজা আয়োজনের জন্য বারিধারা ডিওএইচএস পূজা কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে বারিধারা ডিওএইচএস পূজা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস, বারিধারা ডিওএইচএস পরিষদের সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আকরাম হোসাইন, পূজা কমিটির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল চন্দ্র কান্ত দাস, সহ-সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগ্রেডিয়ার জেনারেল জয়ন্ত কুমার সেন,
সাধারণ সম্পাদক প্রবীর কুমার সাহা বিদ্যুৎ বক্তব্য দেন।
অনুষ্ঠানে চণ্ডীপাঠ করেন ধীমান দাস।