“কনটেইনার ব্যবস্থাপনার মূল কাজটি কাস্টমসের সঙ্গে মিলে বন্দর কর্তৃপক্ষ করে থাকে। এজন্য আমরা কমলাপুর আইসিডি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দেওয়ার সুপারিশ করেছি।’
Published : 19 May 2024, 09:09 PM
কমলাপুর আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌ পরিবহন মন্ত্রণালয়ের হাতে দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
রোববার সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। সংসদীয় কমিটি মনে করে কমলাপুর আইসিডি টার্মিনাল বন্দরের অংশ। তাই এটির দায়িত্ব পরিচালনা সম্পূর্ণ নৌ পরিবহন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকা উচিত।
সংসদীয় কমিটির কমিটির সভাপতি মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কনটেইনার ব্যবস্থাপনার মূল কাজটি কাস্টমসের সঙ্গে মিলে বন্দর কর্তৃপক্ষ করে থাকে। এজন্য আমরা কমলাপুর আইসিডি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দেওয়ার সুপারিশ করেছি।”
বৈঠকে আলোচনায় উঠে আসে, কনটেইনার সাপোর্টের জন্য কমলাপুরে ডিপো তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এটা রেল মন্ত্রণালয়ের অধীনে চলে গেছে। ঢাকা-ভাঙা রেল প্রকল্পের কারণে কনটেইনার ডিপোর জায়গাও কমে গেছে, এতে স্থান সংকট হয়েছে।
মাহফুজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, গোলাম কিবরিয়া টিপু, মো. জাকারিয়া, ফিরোজ আহম্মেদ স্বপন, হাবিবুন নাহা, মো. আওলাদ হোসেন এবং ঝর্ণা হাসান অংশ করেন।
বৈঠকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সড়ক, রেলের কানেকটিভিটি বাড়িয়ে পায়রা বন্দরের কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়।