শাহবাগ থানায় করা হত্যাচেষ্টার মামলায় ৫০০ টাকা মুচলেকায় তাদের জামিন পেয়েছেন।
Published : 06 Jan 2025, 07:10 PM
কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য দেওয়ার সময় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় দুজন গ্রেপ্তার হলেও ১০ ঘণ্টা পরই তারা জামিনে ছাড়া পেয়েছেন।
সোমবার বেলা আড়াইটায় তাদের আদালতে হাজির করা হলে শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম মাহবুবুল আলম তাদের জামিনের আদেশ দেন।
এদিন ভোর ৪টায় রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এলাকা থেকে কোরবান শেখ হিল্লোল (৩৫) ও আবীর আহমেদ মো. শরীফ (২৭) নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত বলেন, ফারুককে হত্যাচেষ্টার মামলায় তাদের পরে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা, শাহবাগ থানার এসআই প্রশান্ত কুমার সাহা।
আসামিপক্ষে অতিরিক্ত পিপি শেখ শওকত হোসেনসহ কয়েকজন আইনজীবনী জামিন আবেদন করেন। শুনানি নিয়ে ৫০০ টাকা মুচলেকায় বিচারক জামিন মঞ্জুর করেন।
শহীদ মিনারে শনিবার জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ সহ সভাপতি ও মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। তবে হামলার পর ফেইসবুক লাইভে এসে ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছিলেন ফারুক হাসান। পরে অবশ্য সেই ভিডিও মুছে ফেলেন তিনি।
সেখানে উপস্থিতি একটি সংবাদমাধ্যমের কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাব্বিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফারুক হাসান ছিলেন বিশেষ অতিথি। অনুষ্ঠান চলাবস্থায় কিছু ব্যক্তির সঙ্গে তার বিতণ্ডা হয়।
“এক পর্যায়ে তাকে মারধরের ঘটনা ঘটে। ফারুককে ধাওয়া দিয়ে ঢাকা মেডিকেল কলেজের দিকে যাওয়া সড়কে ফেলে মারধর করতে দেখা যায়।”
কর্মসূচি চলাকালে হট্টগোল শুরু হলে সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সমাবেশ স্থলের চেয়ার ভাঙচুর করা হয়। পরদিন রোববার চারজনকে আসামি করে শাহবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন ফারুক।
আরও পড়ুন-