এদিনই তাকে অন্য মামলায় ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
Published : 19 Sep 2024, 05:47 PM
নিজের সংসদীয় এলাকা ঢাকার দোহারের এক হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে পুলিশের আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি নিয়ে তা মঞ্জুর করেন ঢাকার বিচারিক হাকিম রাবেয়া বেগম।
এদিনই রাজধানীর কোতোয়ালী থানার বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সালমান এফ রহমানকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এর আগে তারা দফায় দফায় ২৫ দিনের রিমান্ডে ছিলেন।
দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা-১ আসন থেকে ২০১৮ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন সালমান। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনেও সেখানে থেকে তিনি জয়ের মুখ দেখেন।
দোহারের মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ অগাস্ট বেলা ১২টার দিকে দোহারের করম আলী মোড়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায় সালমানের লোকজন।
আসামি রাশেদ চোকদার ও দেলোয়ার হোসেন মাঝি তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মামলার বাদী শাহজাহান মাঝির মাথায় আঘাত করে গুরুতর জখম করে। তাতে শাজাহান মাটিতে পড়ে গেলে আসামি আরিফুল বারী মজুমদার হকিস্টিক দিয়ে তার পায়ে আঘাত করে। আর তার কোমরে আঘাত করেন মেহবুব কবির খান।
এজাহারে বলা হয়, হামলায় মামলার বাদী শাহজাহান মাঝির স্ত্রী সোনিয়াসহ অন্যরা ‘শ্লীলতাহানির’ শিকার হন। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিন শেখ হাসিনার সঙ্গে একই উড়োজাহাজে তার উপদেষ্টা সালমান এফ রহমানও দেশত্যাগ করেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে।
তবে গত ১৩ অগাস্ট নৌপথে দেশ ছেড়ে পালানোর সময়ে সালমানের পাশাপাশি সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তার করে পুলিশ।