এনসিটিবির কারিকুলাম বিশেষজ্ঞ পদে এসেছে নতুন মুখ।
Published : 13 Jan 2025, 09:54 PM
দেশের তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পদে এবং দুটি শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক পদে রদবদল করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হয়েছেন বরিশালের চাখারের সরকারি ফজলুল হক কলেজের অধ্যাপক জি এম শহীদুল ইসলাম। এ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
ঢাকা কলেজের অধ্যাপক রুনা নাছরীন কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। ওই পদে এতদিন দায়িত্ব পালন করে আসা অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানকে ওএসডি করা হয়েছে।
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমানকে ওএসডি করে সেই জায়গায় পাঠানো হয়েছে এনসিটিবির কারিকুলাম বিশেষজ্ঞ অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীকে।
এনসিটিবির কারিকুলাম বিশেষজ্ঞ পদে এসেছেন ঢাকা কলেজের অধ্যাপক ড. ইরম জাহানকে।
রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সহযোগী অধ্যাপক মো. এনামুল হককে ওএসডি করে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যাপক মো. মাহবুব হাসানকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে।
কুমিল্লা বোর্ডের কলেজ পরিদর্শকের দায়িত্ব পেয়েছেন টঙ্গী সরকারি কলেজের অধ্যাপক মো. নূরন্নবী আলম। আগের পরিদর্শক অধ্যাপক মো. জহিরুল ইসলাম পাটোয়ারীকে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে বদলি করা হয়েছে।
চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোরশেদ আলমকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপসচিব (প্রশাসন) করা হয়েছে। আগের উপসচিব সহকারী অধ্যাপক মো. বেলাল হোসেনকে ওএসডি করা হয়েছে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পদে সংযুক্ত অধ্যাপক মো. সামছুল ইসলামকে ওএসডি করে ওই পদে কুমিল্লার গৌরিপুর মুন্সি ফজলুর রহমান কলেজের অধ্যাপক ছৈয়দ আক্তারুজ্জামানকে পাঠানো হয়েছে।