প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Published : 18 Dec 2024, 07:29 PM
খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এর বিচারক জেলা জজ আ. ছালাম খানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আ. ছালাম খান ১৮তম বিসিএসে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।
নভেম্বর মাসের শেষ সপ্তাহে তিনি খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এর বিচারক হিসেবে যোগ দেন।
নভেম্বরের প্রথম সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকার মহাপরিচালক মুহা. বশিরুল আলমের স্থানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে সরকারের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছিল।
দেড় মাসের মাথায় ইসলামিক ফাউন্ডেশন আবারও নতুন মহাপরিচালক হিসেবে পায় জেলা জজ আ. ছালাম খানকে।