আগামী ৭ তারিখ নাগাদ তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক।
Published : 03 Jan 2024, 11:56 AM
ঘন কুয়াশার সঙ্গে উত্তুরী হাওয়া; দিনের মধ্যভাগেও দেখা নেই সূর্যের। দ্বাদশ সংসদ নির্বাচনের চার দিন আগের এ পরিস্থিতি থাকতে পারে ভোটের দিনও।
পৌষের তৃতীয় সপ্তাহে বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় থার্মোমিটারে পারদ নেমে মৌসুমের সর্বনিম্ন ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।
আগামী ৭ জানুয়ারি ভোটের দিন নাগাদ পারদ আরও নিচে নামতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।
শীতে জবুথবু উত্তরের জনপদের দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারীর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে, যা দেশের কোথাও কোথাও গড়াবে দুপুর পর্যন্ত। অতি ঘন কুয়াশায় ব্যাহত হতে পারে বিমান, নৌপরিবহন ও সড়কে যান চলাচল।
তাপমাত্রা ওঠা-নামা করলেও দিনে ঠাণ্ডা পরিস্থিতি বিজার করতে পারে। আগামী তিন দিনের এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
ঘন কুয়াশা শীতের অনুভূতি বাড়াবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, “মনে হবে ২-৩ ডিগ্রি তাপমাত্রা চলছে, আসলে তাপমাত্র ৭-৮ ডিগ্রি থাকবে৷”
আজিজুর রহমান বলেন, আগামী ৭ তারিখ নাগাদ তাপমাত্রা আস্তে আস্তে আরও কমবে। বিশেষ করে দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী ও নওগাঁ এলাকায়। এ সময় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে৷
চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও জানুয়ারিতে দেশে এক-দুটি মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছিল আবহাওয়া অফিস।
দেশের বড় এলাকাজুড়ে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।