ঈদগাহ মাঠ ও পশুর হাটসহ সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক।
Published : 28 Jun 2023, 05:27 PM
কোরবানির ঈদ ঘিরে সারা দেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে বুধবার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে সাংবাদিকদের তিনি একথা জানান।
মহাপরিচালক বলেন, “ঈদগাহ মাঠ, কোরবানির পশুর হাটসহ ঈদকে সামনে রেখে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব। বাহিনীর প্রতিটি সদস্য পোশাকে-সাদা পোশাকে সারা দেশে তাদের দায়িত্ব পালন শুরু করেছে।”
সুন্দর পরিবেশে ঈদ উৎসবের জন্য যা প্রয়োজন, র্যাব তাই-ই করছে বলে মন্তব্য করেন তিনি।
নিরাপত্তায় সিসি ক্যামেরার ব্যবহার নিয়ে খুরশীদ হোসেন বলেন, “বিভিন্ন জায়গায় ৩৬০ ডিগ্রি এঙ্গেল ক্যামেরা বসানো হয়েছে, হেলিকপ্টার প্রস্তুত রাখা আছে, বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে।
“নাড়ীর টানে যেসব লোকজন গ্রামে যাচ্ছেন, তাদের নিরাপত্তার জন্য সড়ক, রেল ও নৌপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”
ঢাকামুখী কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজি ঠেকাতে কঠোর নজরদারির পাশাপাশি অনলাইনে পশু কেনাকাটায় প্রতারণা ঠেকাতেও র্যাবের বিশেষ টিম কাজ করছে বলে জানান তিনি।
“কেউ যেন প্রতারণার শিকার না হয়, সে ব্যাপারে র্যাবের বিশেষ একটি টিম কাজ করছে। কিছু কিছু অভিযোগ আসার পরে তাৎক্ষণিকভাবে র্যাব ব্যবস্থা নিয়েছে। অনলাইনে কেনাবেচার ক্ষেত্রে ক্রেতারা সর্তক থাকুন।”
প্রতি বছর ঈদে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির খবর মিললেও এবার এখন পর্যন্ত সেই রকমের কোনো অভিযোগ না পাওয়ার কথা জানিয়েছেন র্যাব মহাপরিচালক।
ঈদে খালি বাসা ও শপিংমলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়ে তিনি বলেন, নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশে মনিটর করা হচ্ছে।
ঈদের সময়ে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ারও পরামর্শ দেন র্যাব কর্মকর্তা খুরশীদ হোসেন।
“নাশকতার বিষয় আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি, এসব বিষয়ে আমাদের সার্বক্ষণিক মনিটরিং চলছে। কোন ধরনের গুজবে কেউ যেন বিভ্রান্তি না হয় সে ব্যাপারে আমরা কাজ করছি।”