ঢাকা-নরসিংদী ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ২৬ মার্চ থেকে কমিউটার ট্রেন চালু করা হবে, বলেন সড়ক পরিবহন উপদেষ্টা।
Published : 09 Mar 2025, 09:19 PM
আসছে ঈদুল ফিতরের ছুটিতে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে সড়ক পরিবহণ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, মহাসড়কে মোটরসাইকেল চলাচলে ‘বেশি কড়াকড়ি’ থাকবে না।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রোববার ঢাকায় বিদ্যুৎ ভবনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও সহযোগীদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
ঈদযাত্রায় মহাসড়কে যানজট পরিচিত চিত্র। বাড়তি ভাড়ার জন্য হয়রানির পাশাপাশি যানজটের অসহনীয় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এ পরিস্থিতি বিবেচনায় ঈদযাত্রায় মানুষের ভোগান্তি দূর করতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তুলে ধরে সড়ক পরিবহণ উপদেষ্টা বলেন, মহাসড়কগুলোতে মোটরসাইকেল ও নসিমন করিমন (দেশীয় প্রযুক্তির যানবাহন) নিয়ন্ত্রণ করা হবে।
“তবে বিশেষ পরিস্থিতিতে কেউ চাইলে হেলমেট পরিধান সাপেক্ষে মোটরসাইকেলে ঈদযাত্রা করতে পারবেন।”
উপদেষ্টা বলেন, “মোটরসাইকেল ও নসিমন করিমনকে প্রধান সড়কের বাইরে রাখা হবে। মোটরসাইকেলে যেন চালক ও যাত্রী হেলমেট পরেন সেটা নিশ্চিত করা হবে। হেলমেট না পরলে মোবাইল কোর্ট ব্যবস্থা নেবে। যেহেতু অনেকে মোটরসাইকেলে সহজে বাড়ি গমন করতে পারেন, তাই এখানে বেশি কড়াকড়ি করা হবে না।”
বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেগুলো তুলে ধরে তিনি বলেন, ঈদের আগে ১৫ রমজানের মধ্যে রাস্তা যতটা সম্ভব সংস্কার করা হবে। ঢাকার গুলিস্তান, ফুলবাড়িয়া, মহাখালী, সায়েদাবাদ, গাবতলীত বাস টার্মিনালে ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরা বসানো হবে।
“যাত্রীদের অসুবিধা, হয়রানি এগুলো দেখা হবে। বিআরটিএ, সিটি করপোরেশনকে রেখে একটা কমিটি করা হয়েছে। টিকেট যাতে কালোবাজারিতে না যায় মালিকপক্ষ আমাদের আশ্বস্ত করেছেন।”
ফাওজুল কবির বলেন, “ঈদের সময় মহাসড়কে যেন হাটবাজার সরিয়ে নেওয়া হয় সেটা ডিসিদের বলা হয়েছে। পদ্মা সেতুতে যানবাহনের গতি ঘন্টায় ৬০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হবে। যাতে করে গাড়ির চাপের কারণে যানজট না হয়। হাইওয়ে পুলিশের সংখ্যা ও ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হবে।”
আগামী ২৬ মার্চ থেকে ঢাকা-নরসিংদী ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কমিউটার ট্রেন চালু করা হবে বলে তুলে ধরেন তিনি।
ঈদ ঘিরে সরকারের অন্যান্য প্রস্তুতি তুলে ধরে উপদেষ্টা বলেন, হাসপাতালগুলোকে পুলিশের নিয়ন্ত্রণকক্ষের সাথে সংযুক্ত করে দেওয়া হচ্ছে, যাতে কোনো ঘটনা ঘটলেও সাথে সাথে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া যায়।
এক সাংবাদিকের প্রশ্নে বৈঠকে উপস্থিত থাকা বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “চাঁদাবাজি কেউ করতে পারবে না। আমরা সবাইকে লিখিত নির্দেশনা দিয়েছি। আমাদের কাছে চাঁদাবাজির কোনো প্রমাণ নিয়ে আসলে পুলিশ-চাঁদাবাজ যোগসাজশ ভেঙে দেওয়া হবে।”