Published : 28 Apr 2025, 05:10 PM
দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে চলার মধ্যে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি শুরু হয়েছে, এ প্রবণতা শুক্রবার পর্যন্ত চলার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার দুপুরের দিকে গুলশান, বাড্ড, মহাখালী, আগারগাঁও, সংসদ ভবন এলাকাসহ ঢাকার বিভিন্ন জায়গায় বৃষ্টি ঝরেছে। এতে স্বস্তি ফেরার কথা বলছেন ঢাকাবাসী।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী তিন-চারদিন এমন বৃষ্টি থাকবে, এরপর বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়বে।
“কম-বেশি সারাদেশেই বৃষ্টি হচ্ছে। ঢাকায় খুব একটা হবে না, এমনই থাকবে। এখন পর্যন্ত সারাদেশের কোথাও তাপমাত্রা ৩১ ডিগ্রির উপরে উঠে না। ৫/৬ তারিখের আগে তাপপ্রবাহ শুরুর সম্ভাবনা নেই।”
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিন সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে রংপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এছাড়া দুয়েক জায়গায় কম-বেশি বৃষ্টি হয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের তাপামাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপামাত্রা সামান্য কমার আভাস এসেছে পূর্বাভাসে।
রোববার গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। সেদিন দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয় যশোরে।