নিহত পুলিশ সদস্যদের বাড়ি গিয়ে অর্থ তুলে দিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Published : 27 Nov 2024, 07:23 PM
জুলাই-অগাস্টের আন্দোলনের সময় ঢাকায় নিহত পাঁচ পুলিশ সদস্যের পরিবারকে তিন লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
নিহত প্রত্যেকের বাড়ি গিয়ে এই অর্থ তুলে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বুধবার ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত পুলিশ পরিদর্শক মো. রাশেদুল ইসলাম, এসআই খগেন্দ্র চন্দ্র সরকার, এএসআই ফিরোজ হোসেন, কনস্টেবল খলিলুর রহমান ও কনস্টেবল মো. শাহিদুল আলমের পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
ডিএমপির নিজস্ব তহবিল থেকে দেওয়া এই অর্থ নিহত অন্য পুলিশ সদস্যদের পরিবারকেও পর্যায়ক্রমে স্বল্প সময়ের মধ্যে দেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় ব্যাপক প্রাণহানির মধ্যে দেশজুড়ে ৪২ পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া যায়। এর মধ্যে ঢাকা মহানগরীতে কর্মরত ১৪ জন প্রাণ হারান।
নিহত পুলিশ সদস্যদের সহায়তায় শনিবার বিশেষ কল্যাণসভা হয় ডিএমপির। সেখানে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়।