দুই বছরের জন্য এ পদে নিয়োগ পেয়েছেন তিনি।
Published : 05 Sep 2024, 09:24 PM
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কথাসাহিত্যিক ও অনুবাদক আফসানা বেগম।
জনপ্রশাসন মন্ত্রণালয় দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে।
আফসানা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি প্রজ্ঞাপনের চিঠিটা পেয়েছি। কবে যোগ দেব, তা এখনও ঠিক করিনি। মন্ত্রণালয়ে কথা বলে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করব।”
আফসানা বেগমের জন্ম ১৯৭২ সালের ২৯ অক্টোবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে আন্তর্জাতিক উন্নয়ন ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর করেন যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে।
শিশু-কিশোরসাহিত্যসহ আফসানা বেগমের বইয়ের সংখ্যা ২৪। উল্লেখযোগ্য বই প্রতিচ্ছায়া, বেদনার আমরা সন্তান, আমি অথবা আমার ছায়া, দিনগত কপটতা। অনুবাদ করেছেন নাদিন গড়িমার, উইলিয়াম ফকনার, হুলিও কোর্তাসার, অ্যালিস মানরো, আইজাক আসিমভ, ফিদেল কাস্ত্রো। ২০১৪ সালে পেয়েছেন জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে এর আগে দায়িত্ব পালন করেন মিনার মনসুর। ২০১৯ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে ফের পরিচালক হন।
সবশেষ গত ১৩ জুলাই আরও দুই বছরের জন্য তিনি নিয়োগ পেয়েছিলেন। তবে গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পদত্যাগ করেন মিনার মনসুর।