এ প্রদর্শনীতে ১৭ জন শিল্পীর ৩৪টি শিল্পকর্ম স্থান পেয়েছে।
Published : 25 Feb 2025, 12:41 AM
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ফাইন আর্ট গ্যালারিতে শুরু হয়েছে 'ফাল্গুনের উচ্ছ্বাসে' শিরোনামে দলীয় শিল্পকর্ম প্রদর্শনী।
এ প্রদর্শনীতে ১৭ জন শিল্পীর সাম্প্রতিক সময়ের শিল্পকর্ম স্থান পেয়েছে বলে আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সোমবার বিকেলে লি বাঙলা শিল্পচর্চা কেন্দ্র আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী ও অধ্যাপক হামিদুজ্জামান খান।
আগামি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে পেন্সিল, প্যাস্টেল, জল রং, অ্যাক্রলিক রং, তেল রং, টেম্পরা, ছাপচিত্র ও মৃৎ মাধ্যমে নানা বৈচিত্র্যের ৩৪টি শিল্পকর্ম রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হামিদুজ্জামান খান বলেন, "ফাল্গুনের উচ্ছ্বাসে শিল্পকর্ম প্রদর্শনী আমাকে মুগ্ধ করেছে। নানা বয়সের ১৭ জন শিল্পীর বর্ণিল এ আয়োজনের জন্য আমি লি বাঙলা শিল্পচর্চা কেন্দ্র ও অংশগ্রহণকারী শিল্পীদের অভিনন্দন জানাই।
"জীবন ও প্রকৃতি সব সময়ই শিল্পীর শিল্পকর্মে নানাভাবে প্রভাব বিস্তার করে এবং জীবন ঘনিষ্ঠ অনুভূতির নানা মাত্রা শিল্পী তার শিল্পকর্মে প্রকাশ করে। এই প্রদর্শনী তারই একটি সুনিপুন উপস্থাপন, যা শিল্পী ও দর্শকের মেলবন্ধন তৈরি করবে।"
আয়োজক সংগঠনের প্রধান আমিনুল হাসান লিটু এ প্রদর্শনীর বিষয়ে বিস্তারিত জানিয়ে বক্তব্য দেন।
তিনি বলেন, "চারুশিল্পীদের আশা-আকাঙ্ক্ষা, চর্চা ও প্রকাশের উপযুক্ত কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে সৃজনশীল শিল্পচর্চা প্রকাশের একটি ক্ষেত্র লি বাঙলা শিল্পচর্চা কেন্দ্র। চারুশিল্পীরা চর্চা করেন এমন সকল মাধ্যমসহ নতুন নতুন মাধ্যমের গবেষণায় শিল্পকর্ম প্রকাশে শিল্পীদের সহযোগিতায় কাজ করবে এ প্রতিষ্ঠান।"
'ফাল্গুনের উচ্ছ্বাসে' শীর্ষক চিত্র কর্মশালাসহ শিল্পকর্ম প্রদর্শনীর এ আয়োজন প্রতিষ্ঠানটির প্রথম প্রয়াস বলেও জানান তিনি।
আমিনুল হাসান বলেন, "চারুশিল্পীদের নিয়মিত শিল্পচর্চার জন্য স্টুডিওসহ চারুচর্চার মাধ্যম-ভিত্তিক কর্মশালা ও শিল্প-পর্যটনের নানা কর্মসূচি ও ‘সবার জন্য শিল্প' শীর্ষক চারুশিক্ষার কর্মসূচি রয়েছে ‘লি বাঙলা শিল্পচর্চা কেন্দ্র'র বর্ষপঞ্জিকায়।"