সকাতরে ডাকি, দাও চিঠিগুলি আমি স্বেচ্ছায় খেলা হারি।
Published : 06 Jan 2025, 07:05 PM
ঠিকানাবিহীনই, কাঠের বাক্সে ঝড় তোলে
নীলবাড়ি। অক্ষরহীন সম্বোধনের কারুকথা
আড়াআড়ি, বিপর্যয়ের পালাগান ভরা দৃপ্ত
বাচনরীতি, তুমি কি কেবলই মৃত মর্মরে নীরব
উপস্থিতি? তুমি শুধু কেন বাঘবন্দীর ছককাটা
বনবাসে, অকারণ এক অসূয়াবিদ্ধ আজন্ম
সন্ত্রাসে,বল্মীক ভেঙে বানিয়ে তুলবে ব্যথাঘন
নীলবাড়ি? কেন দূরদেশে ঠিকানাবিহীন অস্থায়ী
সঞ্চারী, বাজে রোদ্দুরে শীতল ছায়ায় তমালী মায়ার মাঝে।
আমি শুনবো না, চিঠি এসেছে কি আড়ম্বরের সাজে,
না কি সাদা কালো ভিন্ন রীতির অমোঘ জন্মকথা!
হলুদ পাতায় ছিন্ন তোরণ, দাগলাগা রূপকথা!
ঘুমের ভিতরে বাক্সবন্দী অবিকল নীলবাড়ি।
সকাতরে ডাকি, দাও চিঠিগুলি আমি স্বেচ্ছায় খেলা হারি।