উমা বন্দ্যোপাধ্যায়
উমা বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৫৭ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়। ছেলেবেলা কেটেছে বর্ধমান জেলার রূপনারায়ণপুরে। সাহিত্যের ছাত্রী উমা ছোটবেলা থেকেই কবিতার অনুরাগী । প্রথম কবিতা প্রকাশ হয় ১৭ বছর বয়সে। স্কুলের গন্ডি পেরিয়ে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ -এ ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। ১৯৯৬ তে প্রথম বই, কবিতা সংকলন 'হৃদপিণ্ড শব্দ খোলে ’। পরবর্তীতে ১৯৯৭ তে ছোটগল্প সংকলন 'ছায়াময় ও দু-একটি মানুষ' , ' চেনামুখের ধারাভাষ্য ' ২০১৩ তে প্রকাশিত হয় । ২০১৭ য় প্রকাশ হয় কবিতা সংকলন ' জারুলের নিচে সন্ধ্যা ' আর গল্প সংকলন 'রম্যগীতির দিনগুলি'। ২০২২ বইমেলায় প্রকাশ হয় কবিতার বই 'অক্ষরভূমি মধুপর্ণা' আর অক্টোবরে 'করতলে কুসুমমঞ্জরী' । কাব্যগ্রন্থ 'নির্মাণে বিনির্মাণে আবোল তাবোল' (প্রকাশক - তরঙ্গিণী) প্রকাশিত হয় ২০২৩-এ।
উমা মাঝেমধ্যে অনুবাদ করেন, ইংরেজি কবিতার অনুবাদের শুরু খুব কম বয়স থেকেই । ২০২০ বইমেলায় কবি অগ্নি বসুর ইংরেজি কবিতার অনুবাদসহ Frozen Music বইটি প্রকাশিত হয়েছে ।