“নেপালি অর্গানাইজাররা তাদের ভাষায় প্রকাশ করার কথা বলেছে; খুব দ্রুতই প্রকাশ পাবে,” বলেন তিনি।
Published : 17 Feb 2025, 08:52 PM
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস ‘সুলতানার স্বপ্ন’ শিগগিরই নেপালি ভাষায় প্রকাশিত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।
রাজধানীর একটি হোটেলে সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “নেপালি অর্গানাইজাররা তাদের ভাষায় প্রকাশ করার কথা বলেছে। খুব দ্রুতই প্রকাশ পাবে।”
১৯০৫ সালে ইংরেজিতে প্রকাশিত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘সুলতানা'স ড্রিম’ ১ রচনাটি পুরো ভারতবর্ষে, বিশেষ করে বাংলায় নারীবাদী আন্দোলনের পথিকৃৎ এবং একটি বৈপ্লবিক কল্পকাহিনী বলে বিখ্যাত হয়ে আছে। পরবর্তীতে ১৯২২ সালে (রোকেয়া-রচনাবলী) বেগম রোকেয়া নিজেই কিছু পরিবর্তন ও পরিবর্ধন করে উপন্যাসটি ‘সুলতানার স্বপ্ন’ নামে সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন।
গত মে মাসে ইউনেস্কোর ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড রিজিওনাল রেজিস্ট্রার ফর এশিয়া প্যাসিফিক’ তালিকায় স্থান পায় ‘সুলতানা’স ড্রিম’। এ সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে ‘সুলতানা’স ড্রিম আনবাউন্ড’ স্লোগানে একটি পর্বত অভিযানের আয়োজন করা হয়।
পর্বতারোহী নিশাত মজুমদারের নেতৃত্বে দেশের পাঁচ নারী গত ২১ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত নেপালের লাংটাং হিমালয়ে ওই শীতকালীন অভিযানে ছিলেন।
ইয়ালা পিক (৫৫০০ মিটার), সুরিয়া পিক (৫১৪৫ মিটার), গোঁসাইকুন্ড পিক (৪৭৪৭মিটার) লাংটাং অঞ্চলের এ তিনটি চূড়ায় আরোহণ করে ‘সুলতানাস ড্রিম আনবাউন্ড’ দল।
অভিযানে অংশ নেওয়া অন্য সদস্যরা হলেন- অর্পিতা দেবনাথ, মৌসুমি আক্তার এপি, ইয়াসমিন লিসা ও তহুরা সুলতানা রেখা। অনুষ্ঠানে তাদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। পরে তারা তাদের অভিযানের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে মফিদুল হক নারীদের শীতকালীন অভিযান সম্পর্কে তিনি বলেন, “প্রতি বছরের ডিসেম্বর মাসে ‘উইমেনস উইন্টার এক্সপিডিশন’ হবে, যেটি পরিচালনা করবে পর্বতারোহীদের সংগঠন ‘অভিযাত্রী’। আর এর সঙ্গে নেপালের নারীরাও যুক্ত থাকবেন।
ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইজও বাংলাদেশে নারীদের জন্য এ সুযোগ প্রতি বছর রাখার কথা তুলে ধরেন অনুষ্ঠানে।
সেখানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার বলেন, “একটা লক্ষ্য ঠিক করতে হবে- ‘আমি এটা চাই’। সেই লক্ষ্য অর্জন করতে পারব, সে বিশ্বাস রাখতে হবে। তারপর লেগে থাকতে হবে, তাহলেই অর্জন সম্ভব। তাদের এ অর্জন নতুন প্রজন্মের নারীদের জন্য অনুপ্রেরণার।”
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, অনুষ্ঠানে
পুরনো খবর-