গত ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।
Published : 02 Oct 2024, 05:47 PM
রাজধানীর লালমাটিয়ায় কলাকেন্দ্রে চলছে শিল্পী মাসুদা খাতুন জুঁই ও জাফরিন গুলশানের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী ‘আলিঙ্গনে মিলছুট’।
কলাকেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।
এই প্রদর্শনীর কিউরেটর হিসেবে আছেন লালা রুখ সেলিম। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভাবনা, উপলব্ধি, সংবেদনশীলতা এবং সমালোচনামূলক দৃষ্টিতে নিজ নিজ পরিবেশে যে উপাদানগুলো মননে ধরা দেয়, ভাবায়, চিন্তা করতে শেখায় এবং জীবনবোধ তৈরি করে, সেসব উপাদান নিয়ে মাসুদা খাতুন জুঁই এবং জাফরিন গুলশান নিজের মত করে শিল্প নির্মাণ করেছেন। এটা তাদের মিলের জায়গা। কিন্তু দুজনের প্রকাশের ধরন স্বাভাবিকভাবেই ভিন্ন।
“জাফরিন ও জুঁই নিজেদের অভিজ্ঞতালব্ধ ভাবনাকে শিল্পের মাধ্যমে প্রকাশ করতে প্রয়াসী হয়েছেন এই প্রদর্শনীতে। দুজনের কাজেই রয়েছে নিরীক্ষা। কিছুটা নতুন উপকরণও সংযোজন করেছেন তারা।”