বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
Published : 12 Sep 2024, 11:12 PM
দেশের বেসরকারি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ-ইউএনবি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমানউল্লাহ খান ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।
বৃহস্পতিবার বিকাল ৬টা ৪৫ মিনিটে তিনি রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে মারা যান বলে জানিয়েছেন হাসপাতালটির বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ব্যবস্থাপক ডা. ফজলে রাব্বি খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত ১০ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি অ্যাডভান্স ডিমেনশিয়া এবং পারকিনসন রোগে ভুগছিলেন। পারকিনসনের ওষুধ খাচ্ছিলেন, ওটা অ্যাডভান্স স্টেজে ছিল। আমাদের এখানে ভর্তি হয়েছিলেন ইউরিনারি ইনফেকশন নিয়ে।”
তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ স্বজনদের রেখে গেছেন। তার ভাই এনায়েতুল্লাহ খান ইউএনবির ব্যবস্থাপনা পরিচালক।
পরিবারের সদস্যরা বলেন, শুক্রবার বাদ জুমা গুলশানের কেন্দ্রীয় আজাদ মসজিদে আমানউল্লাহ খানের নামাজে জানাজা শেষে বনানী কবরাস্থানে দাফন করা হবে।
কসমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আমানউল্লাহ খান ১৯৮৮ সালে প্রতিষ্ঠান করেন ইউএনবি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে দেশের বেসরকারি এ সংবাদ সংস্থা যাত্রা শুরু করে।
পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আমানউল্লাহ খান কসমস প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং লিমিটেডেরও কর্ণধার ছিলেন। এখান থেকে বাংলাদেশের অন্যতম পুরনো ইরেজি সাপ্তাহিক ঢাকা কুরিয়ার প্রকাশ হয়েছে।
আমানউল্লাহ খান কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশেনের সদস্য ছিলেন।
তিনি ১৯৬৯ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব পাকিস্তান থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস হিসেবে ডিগ্রি অর্জন করেন। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের ফেলো ছিলেন তিনি।