যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ নেতা পান্নুনকে হত্যাচেষ্টায় ভারতের জড়িত থাকার তদন্ত ঝুলে থাকার কারণে ডিসেম্বরে এই চুক্তি স্থগিত করেছিল সিনেট কমিটি।
Published : 02 Feb 2024, 04:06 PM
ভারতের কাছে প্রায় ৪০০ কোটি ডলারের সশস্ত্র ড্রোন বিক্রি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়। এ বিক্রয় চুক্তিতে রয়েছে ৩১টি সশস্ত্র ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম।
২০২৩ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময় এমকিউ-৯বি প্রিডেটর ড্রোন চুক্তি ঘোষণা দেওয়া হয়েছিল।
এরপর যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যাচেষ্টায় ভারতের জড়িত থাকার তদন্ত ঝুলে থাকার কারণে ডিসেম্বরে এই চুক্তি স্থগিত করেছিল সিনেট কমিটি।
এবার মার্কিন কংগ্রেসের অনুমোদনের পর চুক্তিটি এখন নিশ্চিত করা হবে।পেন্টাগন জানিয়েছে, এ চুক্তিতে ৩১টি সশস্ত্র এমকিউ-৯বি স্কাইগার্ডিয়ান ড্রোন, ১৭০টি এজিএম-১১৪আর হেলফায়ার ক্ষেপণাস্ত্র, ছোট ব্যাসের ৩১০টি লেজার ক্ষেপণাস্ত্র, যোগাযোগ ও নজরদারি সরঞ্জামসহ একটি প্রিসিশন গ্লাইড বোমা রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের মাটিতে হত্যার ষড়যন্ত্রের পূর্ণ তদন্তে ওয়াশিংটন রাজি হওয়ার পর ওই বিক্রয় চুক্তি আটকে রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন সিনেটর বেন কার্ডিন।
গত বছর যুক্তরাষ্ট্রের এক নাগরিককে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে দিল্লিকে অভিযুক্ত করেছিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সেই নাগরিকই হলেন খালিস্তান আন্দোলনের নেতা পান্নুন।
সরকারের এক মুখপাত্র তখন বলেছিলেন, কেউ দায়ী বলে বিবেচিত হলে তাকে জবাবদিহি করার ব্যাপারে আমাদের প্রত্যাশার কথা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।