দক্ষিণাঞ্চলীয় শহর বসরার হার্থা এলাকার এ ঘটনায় বেশ কয়েকজন শিশু মাথায় আঘাত পেয়েছে, তাদের অবস্থা সঙ্কটজনক।
Published : 03 Apr 2024, 01:34 PM
ইরাকে একটি রেফ্রিজারেটর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দলের ওপর উঠে গেলে ছয় শিশু নিহত ও আরও ১৪ জন আহত হয়।
মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় শহর বসরায় ঘটনাটি ঘটেছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বসরার হার্থা এলাকায় ট্রাকটির ব্রেক ফেল করার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তখন রাস্তার পাশে হাঁটতে থাকা নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ের একদল শিশুকে গাড়িটি চাপা দেয়।
রয়টার্সকে হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েকজন শিশু মাথায় আঘাত পেয়েছে, তাদের অবস্থা সঙ্কটজনক।
ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানি প্রাণঘাতী এ দুর্ঘটনার আশু তদন্তের নির্দেশ দিয়েছেন বলে তার দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে।