মধ্যপ্রাচ্যে সতর্কাবস্থার মধ্যে জার্মানির লুফথানসা এয়ারলাইন্স তেহরানে তাদের ফ্লাইট ১৩ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে।
Published : 11 Apr 2024, 06:34 PM
সিরিয়ায় দূতাবাস কম্পাউন্ডে ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে সতর্কাবস্থার মধ্যে জার্মানির লুফথানসা এয়ারলাইন্স তেহরানে তাদের ফ্লাইট ১৩ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে।
ইরানের একটি বার্তা সংস্থা স্যোশাল মিডিয়া প্লাটফর্ম এক্সে এক আরবি ভাষার খবরে সামরিক মহড়ার কারণে তেহরানের আকাশসীমায় বন্ধ ঘোণষা করেছিল। তবে পরে খবরটি সরিয়ে নিয়ে এমন খবর প্রচারের কথা অস্বীকার করা হয়।
গত ১ এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের বিমান হামলার পর তেহরান এর প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ায় ওই অঞ্চল এবং যুক্তরাষ্ট্র সতর্কাবস্থায় রয়েছে।
দামেস্কে ওই হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরসিজি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ অন্তত ৭ সামরিক উপদেষ্টা নিহত হন।
এরপর পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতর উপলক্ষে বুধবার এক ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি বলেন, “কনস্যুলেটে হামলা করে ইসরায়েল যেন ইরানের মাটিতেই হামলা চালিয়েছে। তারা একটি ভুল করেছে। এর শাস্তি তাদেরকে পেতেই হবে।”
মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে লুফথানসা প্রথমে ১১ এপ্রিল পর্যন্ত ইরানে যাওয়া-আসার ফ্লাইট স্থগিত করেছিল। এখন এর মেয়াদ আরও দু’দিন বাড়াল এয়ারলাইন্সটি।
ফ্লাইট অবতরণের পর ক্রুদেরকে যাতে তেহরানে রাত কাটাতে না হয় সেজন্য গত সপ্তাহে ফ্র্যাঙ্কফুট থেকে তেহরানে যাওয়ার ফ্লাইট স্থগিত করেছিল লুফথানসা।
লুফথানসা এবং এর মালিকানাধীন অস্ট্রিয়ান এয়ারলাইন্স- এ দুটি পশ্চিমা এয়ারলাইন্সই কেবল তেহরানে ফ্লাইট পরিচালনা করে। এছাড়া, ইরানে বেশিরভাগ ফ্লাইটই পরিচালনা করে তুর্কি ও মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্স।
সপ্তাহে ছয়বার ভিয়েনা থেকে তেহরানে যাতায়াত করা অস্ট্রিয়ান এয়ারলাইন্স বলেছে, তারা বৃহস্পতিবার ফ্লাইট ছাড়বে। তবে সময়ে কিছু রদবদল করবে যাতে তেহরানে রাতে থাকা এড়ানো যায়।
আন্তর্জাতিক অন্যান্য এয়ারলাইন্সগুলো তেহরান ফ্লাইটের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। উত্তর আমেরিকায় আমিরাত এবং কাতারের ফ্লাইটের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট হচ্ছে, ইরানের আকাশসীমা।