খালি রুশরাই নয়, ইউক্রেইন যুদ্ধে অন্যদেরও ইন্ধন আছে: পোপ ফ্রান্সিস

সাক্ষাৎকারে শান্তির ডাক দেওয়া ক্যাথলিক গির্জার এ শীর্ষ নেতা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতির কথাও জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2023, 11:08 AM
Updated : 10 March 2023, 11:08 AM

কেবল রুশ সাম্রাজ্য নয়, ইউক্রেইন যুদ্ধ একাধিক সাম্রাজ্যের স্বার্থে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তার এ মন্তব্য ছাপা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফ্রান্সিস বলেছেন, “ইউক্রেইনে সংঘাতে ইন্ধন দিচ্ছে সাম্রাজ্যবাদী স্বার্থ, কেবল রুশ সাম্রাজ্যই নয়, অন্য সব সাম্রাজ্যও।”

সাক্ষাৎকারে শান্তির ডাক দেওয়া ক্যাথলিক গির্জার এ শীর্ষ নেতা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতির কথাও জানিয়েছেন।

তিনি ইতালিয়ান সুইস টেলিভিশন আরএসআইকে যে সাক্ষাৎকার দিয়েছেন, রোববার সেটি প্রচারিত হওয়ার কথা।

ওই সাক্ষাৎকারের সংক্ষিপ্তসার শুক্রবার প্রকাশ করেছে ইতালিয়ান দৈনিক লা রিপাবলিকা, লা স্টাম্পা ও কুরিয়ের দেলা সেরা।

ফ্রান্সিসের বয়স ৮৬ বছর; সোমবার তার পোপ নির্বাচিত হওয়ার এক দশক হবে।

ক্যাথলিক এ ধর্মগুরু বলেছেন, খুব ক্লান্ত হয়ে পড়লে এবং রোমান ক্যাথলিক গির্জাকে শাসন করার সক্ষমতা হারিয়ে ফেললে তিনি পদত্যাগ করবেন।

গত মাসে ফ্রান্সিস বলেছিলেন, কেবল ব্যতিক্রমধর্মী পরিস্থিতিতেই পোপের পদত্যাগ করা উচিত।

তার পূর্বসূরী ষোড়শ বেনেডিক্ট গত বছরের ৩১ ডিসেম্বর ৯৫ বছর বয়সে মারা যান; ৬০০ বছরের মধ্যে বেনেডিক্টই ছিলেন প্রথম ব্যক্ত যিনি পোপের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। ২০১৩ সালে তার পদত্যাগের পরই ফ্রান্সিস পোপ নির্বাচিত হন।