দোষীসাব্যস্ত হলে প্যাট্রিক দাইয়ের পাঁচ বছরের কারাদণ্ডের সাজা হতে পারে।
Published : 01 Nov 2023, 07:59 PM
আনলাইনে কয়েকটি পোস্টে ইহুদি সহপাঠীদের হুমকি দেওয়ার অভিযোগে নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ।
ওই ছাত্রের নাম প্যাট্রিক দাই, বয়স ২১ বছর। তিনি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানায় বিবিসি।
বিবিসির খবরে বলা হয়, ‘গ্রিকর্যাঙ্ক’ নামের একটি ওয়েবসাইটে ‘হামাস’ নামের একটি একাউন্ট থেকে একজন বেশ কয়েকটি পোস্ট দেন। যেখানে ওই ব্যবহারকারী অভিজাত এই বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে ইহুদি শিক্ষার্থীদের গুলি করার হুমকি দেন।
প্যাট্রিককে গ্রেপ্তারের পর পুলিশ জানায়, সে ‘ক্যাম্পাসে বন্দুক আনার, ইহুদি নারীদের ধর্ষণের এবং ইহুদি শিশুদের শিরচ্ছেদ করার হুমকি দিয়েছে’।
এই তরুণের বিরুদ্ধে এফবিআই আন্তঃরাজ্য যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করা অন্য ব্যক্তিদের হত্যা বা আহত করার হুমকি দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগ এনেছে। যদি তিনি দোষীসাব্যস্ত হন তবে তার পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
প্যাট্রিক দাইকে স্থানীয় সময় বুধবার আদালতে উপস্থিত করার কথা রয়েছে।