ওভিডিওকে জানুয়ারিতে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সিনালোয়া রাজ্যে গ্রেপ্তার করা হয়।
Published : 07 Feb 2024, 10:23 PM
মেক্সিকোর কুখ্যাত ‘মাদক সম্রাট’ হোয়াকিন ‘এল চাপো’ গুজমানের ছেলে ওভিডিও গুজমান-লোপেজকে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল একথা জানিয়েছেন।
ওভিডিও গুজমান তার ভাইয়ের সঙ্গে বাবার প্রতিষ্ঠা করা প্রভাবশালী সিনালোয়া মাদকচক্রেরই নেতৃত্ব দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া ওভিডিও তার বিয়েতে গান পরিবেশনে আপত্তি জানানোর কারণে এক গায়ককে খুনেরও নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ আছে।
ওভিডিওকে জানুয়ারিতে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সিনালোয়া রাজ্যে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তিনি বন্দি আছেন।
মাদক মামলায় আদালতে তোলার জন্য ওভিডিওকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের পদক্ষেপে এক বিবৃতিতে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড। তবে মেক্সিকো কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া প্রকাশ করেনি।
সিনালোয়া কার্টেল একটি আন্তর্জাতিক অপরাধ সংগঠন। যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হিসাবমতে, এই চক্র ১ হাজারেরও বেশি টন কোকেন, মারিজুয়ানা, মেথামফেটামিন এবং হেরোইন যুক্তরাষ্ট্রে চোরাচালান করেছে।
ক্ষমতা সুসংহত করতে এই চক্র তাদের প্রতিদ্বন্দ্বী চক্রের সদস্যদেরকে অপহরণ, নির্যাতন এবং হত্যাও করেছে। সংবাদ সূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)